দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

ঘন কুয়াশার ফলে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকা এবং ফেরি স্বল্পতার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।

এসব যানবাহন নদী পারাপার করা ১৮টি ফেরির মধ্যে বর্তমানে চলাচল করছে ১৩টি ফেরি।

বিজ্ঞাপন

নদী পারের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। ঘণ্টার পর ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কেই তাদের অপেক্ষা করতে হচ্ছে ফেরির জন্য। তবে রাত যত বাড়ছে যাত্রীবাহী বাসের সংখ্যাও তত বাড়ছে।

শনিবার (৪ জানুয়ারি) সারাদিনই ঘাট এলাকায় ছিল যানবাহনের দীর্ঘ সারি। সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা।

রাত ১০টার সময় দেখা যায়, নদী পারের জন্য দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন শতাধিক যানবাহন অপেক্ষা করছে।

অপরদিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে রাজবাড়ীর দিকে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে নদী পারের জন্য।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ থাকায় ঘাটে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। আজ এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে মাত্র ১৩টি ফেরি চলাচল করছে।