কুষ্টিয়ায় শেষ হলো ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প/ ছবি : বার্তা২৪.কম

ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প/ ছবি : বার্তা২৪.কম

কুষ্টিয়ায় শেষ হয়েছে ক্র্যাক ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প ২০১৯। বাংলাদেশসহ বিশ্বের ৫টি দেশের প্রায় ২০ জন শিল্পী এই আন্তর্জাতিক আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন।

কুষ্টিয়ার শহরতলীর রহিমপুরে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাশে স্মরণ মৎস্য খামারে অনুষ্ঠিত আর্টক্যাম্পে কিউরেটরের দায়িত্ব পালন করেন ভারতের শিল্পী ও কিউরেটর সুরেশ কে. নায়ার।

বিজ্ঞাপন

এখানে শিল্প নির্মাণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় বিবিধ উপাদান ও পারিপার্শ্বিক প্রতিবেশ। স্থানীয় পরিবেশের সঙ্গে সমন্বিতভাবে শিল্প চর্চার ধারাকে সামনে এগিয়ে নিতে ক্যাম্পের শিল্পীরা কাজ করেন এখানে।

কুষ্টিয়ায় এই আর্ট ক্যাম্পটির সূচনা হয়েছিল বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে। ২০০৭ সাল থেকে এই মাল্টিডিসিপ্লিনারি আর্ট ক্যাম্পটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।