আগুনে ৮০ লক্ষাধিক টাকার পাট পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বার্তা২৪.কম

আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড়ের বোদা উপজেলায় জেম ঝুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ লক্ষাধিক টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় ওই ঝুট মিলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ ওই ঝুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পঞ্চগড় জেম জুট মিলের এক্সিকিউটিভ অফিসার রঞ্জু আহমেদ জানান, আগুনে প্রায় ১৬০ টন পাট পুড়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।