বরগুনায় ভাড়ানী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ভাড়ানী খালের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

ভাড়ানী খালের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

বরগুনায় ভাড়ানী খালের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু হয়।

বিজ্ঞাপন

নদী দখল মুক্ত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের নেতৃত্বে ভাড়ানী খালের দক্ষিণ প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় খাল পাড়ের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, ভাড়ানী খালের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এখন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে খাকদোন নদীসহ সমস্ত খাল ও নদীর তীরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।

বিজ্ঞাপন

উল্লেখ‌্য, বরগুনা জেলায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে প্রায় ৪ হাজার অবৈধ স্থাপনা রয়েছে।