শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৪.৫ ডিগ্রিতে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

পঞ্চগড়ে স্থবির জনজীবন/ছবি: বার্তা২৪.কম

পঞ্চগড়ে স্থবির জনজীবন/ছবি: বার্তা২৪.কম

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে আবারো সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে শ্রমজীবী মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন
দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ 

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর টানা ৪দিন পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রোববার আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, 'রোববার সকাল ৯টায় সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।