'সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বি.এল. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

বি.এল. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ বি.এল. উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হুইপ মাহাবুব আরা বেগম গিনি আরও বলেন, শিক্ষা সেক্টরসহ সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নেও কাজ করছে সরকার।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মো. খবির উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহার, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা হারুন অর শরীদ, মোফাজ্জল হক, মিদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, পায়রা অবমুক্ত করণ, কেক কাটা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।