গাইবান্ধায় বিরল প্রজাতির ৬ শকুন উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন, ছবি: বার্তা২৪.কম

হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন, ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার সদর উপজেলার পৃথক স্থান থেকে বিরল প্রজাতির ছয়টি শকুন উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া, কয়ারপাড়া ও আনন্দ বাজার এলাকার বিভিন্ন গাছ থেকে পাঁচটি জীবিত ও একটি মৃত শকুন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানান, কয়েক দিনের শীতের প্রকোপে ওইসব এলাকার বিভিন্ন গাছে বিশাল আকৃতির ১০ থেকে ১২টি শকুন অবস্থান নিয়েছিলো। পরে প্রশাসনকে জানানো হলে বুধবার বিকেলে ৬টি শকুন উদ্ধার করা হয়। এসময় আরও কয়েকটি শকুন উড়ে অন্যত্র চলে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মমিনুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, উদ্ধারকৃত শকুনগুলো গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এগুলো বিপন্ন প্রায় হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন।