মেজবাহর বাড়ি ফেরার স্বপ্ন সড়কেই নিভে গেলো

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নিহত মেজবাহ রহমানের মরদেহ

হাসপাতালে নিহত মেজবাহ রহমানের মরদেহ

মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ঝিনাইদহ থেকে নিজ বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় ফিরছিলেন মেজবাহ রহমান। কিন্তু মেজবাহর বাড়ি ফেরার স্বপ্ন সড়কেই নিভে গেলো।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনির সামনে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত হয় রাজশাহী জেলার বাঘা উপজেলার খরেরহাট এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন (৪০) ও তার মা মাহমুদা খাতুন, স্ত্রী রুনা খাতুন (২৬) এবং ছেলে রুসদী (৭)। এই ঘটনায় সিএনজি চালক জামান আহমেদ (৩২) নিহত হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, আজ বিকেল ৩টার দিকে ঝিনাইদহ থেকে রাজশাহী যাওয়ার পথে লালন শাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনির সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক এবং মেজবাহ উদ্দিনের স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মেজবাহ উদ্দিন ও তার ছেলে এবং মা মাহমুদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।