গাংনীতে পুকুর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পুকুর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

পুকুর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরের গাংনীতে একটি পুকুর থেকে আফরোজা খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। তার স্বামীর নাম শিপন মিয়া। তিনি বিদেশে থাকায় দুই ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন আফরোজা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন আফরোজা। তবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন আফরোজার সন্ধান পাচ্ছিলেন না। খোঁজার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি তুলা ক্ষেতে আফরোজার ব্যবহৃত ওড়না ও স্যান্ডেলের সন্ধান পাওয়া যায়। এতে পরিবারের লোকজনের সন্দেহ বেড়ে যায়। পরে প্রতিবেশী আজাদ বক্সের পুকুরে আফরোজার মরদেহ খুঁজে পায় স্বজনরা। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত করে বলতে পারছে না পরিবার।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।

তিনি বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।