৫ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরি ঘাট এলাকায় অপেক্ষমাণ রয়েছে কয়েকশ’ যানবাহন। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

মাওয়া বিআইডব্লিউটিসির মহা ব্যবস্থাপক মো. শফিক আহম্মেদ জানান, কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।