সুন্দরগঞ্জে বালুভর্তি ট্রলির ধাক্কায় শিশু নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালুভর্তি ট্রলির ধাক্কায় হাসান মিয়া (২) নামের এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

হাসান মিয়া উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে হাসান মিয়া বাড়ির সামনে খেলা করছিল। এসময় বালুভর্তি একটি ট্রলি চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি স্থানে পৌঁছালে হাসান মিয়াকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা হাসানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে শিশুটি মারা যায়।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, দুর্ঘটনাটি খুবই দুঃখজন।