আশুলিয়ায় কারখানায় আগুন, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (আশুলিয়া)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাভারের আশুলিয়ায় একটি কার্টুন কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ির রণস্থল এলাকায় বাবুলের মালিকানাধীন একতা বোর্ড মিল নামের একটি টিনশেড কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জুনিয়র স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার মালমাল নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি তিনি। তবে কারখানা মালিকের বরাত দিয়ে তিনি বলেন, শত্রুতামূলক কেউ আগুন লাগিয়েছে।