হাজীগঞ্জে ৪২৪ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দ হওয়া পলিথিন, ছবি: বার্তা২৪.কম

জব্দ হওয়া পলিথিন, ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের পৌর মার্কেট থেকে ৪২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা পরিবেশ অধিদফতর।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর চাঁদপুরের পরিদর্শক উত্তম কুমার।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স নিলু প্যাকেজিং হাউজের গোডাউনে রোববার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিতরণের অভিযোগে বিকাশ সাহা নামক একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদফতরে পাঠানো হয়েছে।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। অভিযানে উপস্থিত ছিলেন কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার (ভারপ্রাপ্ত), ইছাহাক আলী, পরিবেশ অধিদফতরের নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন, কোষ্টগার্ড ও পরিবেশ অধিদফতরের সদস্যরা।