মেহেরপুরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেরপুর এলাকার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ছবি: বার্তা২৪.কম

মেহেরপুর এলাকার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, ছবি: বার্তা২৪.কম

গেল কয়েক দিনের মতো এখনো মেহেরপুরে তীব্র শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, এ এলাকার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় উত্তরের ঠান্ডা বাতাস ও মাঝারি কুয়াশা বিরাজ করছে। আজও সূর্যের দেখা মেলেনি। তীব্র ঠান্ডা আর শীতে ছিন্নমূল মানুষের দুর্ভোগের সীমা নেই। বিশেষ করে সকালে বের হওয়া কর্মজীবী খেটে খাওয়া মানুষ দুর্ভোগ পোহাচ্ছে সবচেয়ে বেশি।