গভীর রাতে শীতবস্ত্র নিয়ে হাজির ডিসি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে হাজির ডিসি

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে হাজির ডিসি

গত চারদিন ধরে সূর্যের দেখা নেই লালমনিরহাটে। শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় দুর্ভোগ বাড়ছে মানুষের। শনিবার (২১ ডিসেম্বর) ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এখানে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে বলে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কার্যালয় থেকে জানিয়েছে।

এদিকে শনিবার (২১ ডিসেম্বর) রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর। একই সাথে শাহ গরীবুল্লাহ্ এতিম খানায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বার্তা২৪.কম-কে বলেন, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সাথে দেখা করে তাদের কম্বল বিরতণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আবাসন প্রকল্প এলাকায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, বিজ্ঞ আদালতের জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।