ফরিদপুরে গাছ কাটায় ইউএনও অফিসের কর্মকর্তার জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

গাছ কেটে ফেলায় জরিমানা, ছবি: বার্তা২৪.কম

গাছ কেটে ফেলায় জরিমানা, ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিজয় দিবস উপলক্ষে উপজেলার সৌন্দর্য বাড়ানো এবং উপজেলা পরিষদ চত্বরের গাছের ছোট ছোট ডাল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তা না করে বড় ডালসহ গাছ কেটে বিক্রি করে দেন উপজেলা পরিষদের হিসাবরক্ষক রাজু আহম্মেদ। এ ঘটনায় তাকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, ‘গত মাসের মিটিংয়ে গাছের ডাল কাটার সিদ্ধান্ত হয়। তবে কদিন পর দেখি গাছের ছোট ছোট ডালের জায়গায় বড় মোটা ডাল এবং কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে। বিষয়টি আমার নজরে আসলে আমি পুলিশ দিয়ে গাছের লগগুলো উদ্ধার করি এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। একই সাথে অন্যায়কারী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান বলেন, ‘গাছের লগ, ডাল ও গাছ কাটা এবং পাশাপাশি জলবায়ুর ক্ষেত্রে এর প্রভাব সব মিলিয়ে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে মোট ২ লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে নির্ধারণ করা হয়। হিসাব রক্ষক ক্ষতি পূরণের টাকা জরিমানা হিসেবে গত বুধবার (১৮ ডিসেম্বর) জমা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি ওই হিসাব রক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তাকে কারণ দর্শাতেও চিঠি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে হিসাব রক্ষক রাজু আহমেদ বলেন, ‘এই বিষয় নিয়ে আপনারা লেখালেখি কইরেন না। তাতে আমার ক্ষতি হবে। আমি যে অন্যায় করেছি তার অনেক বেশি ক্ষতিপূরণ দিয়েছি।’