আ.লীগ সরকার খালেদার জনপ্রিয়তাকে ভয় পায়: ফখরুল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী, ছবি: বার্তা২৪.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী, ছবি: বার্তা২৪.কম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। কারণ, তিনি দেশের আপামর জনগণের সঙ্গে আছেন। তাই মিথ্যা মামলা দিয়ে দুই বছর ধরে তাকে (খালেদা জিয়াকে) জেলে বন্দী করে রেখেছে।’

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নরসিংদীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আবদুল মোমেন খান ফাউন্ডেশন এ স্মরণ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাজাকারের তালিকা প্রকাশ করেছে, তাতে মুক্তিযোদ্ধাদের নামও রয়েছে। এতে মুক্তিযোদ্ধারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। ফলে এই তালিকাকে বাতিল করতে বাধ্য হয়েছে সরকার।’

ভারতের নাগরিকত্ব আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহযোগিতা করেছে, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু যে ভারতের জন্ম হয়েছে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, সেই ভারত আজ মুসলিমদের বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে। এটা কি মেনে নেওয়ার মতো। সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই।’

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে সমাজতান্ত্রিক দলের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব বলেন, ‘বাঁচতে হলে-লড়তে হবে। আজ মুক্তিযোদ্ধাদের নামসহ রাজাকারদের তালিকা করা হয়েছে। জীবন বাজি রেখে সংগ্রাম না করলে মাঠে না নামলে এই স্বৈরাচারী সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে না। তাই মুক্ত তাকে করতে হলে লড়তে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য কামরুজ্জামান রতন, ফেরদৌস আহমেদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মনজুর এলাহী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, আবদুল মোমেন খান ফাউন্ডেশনের আহবায়ক বাবুল সরকার এবং সদস্য সচিব সারোয়ার হোসেন মৃধা প্রমুখ।

আলোচনা শেষে মরহুম মোমেন খান স্মরণে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।