চাঁদপুরে শীতের তীব্রতা থাকবে আরও ৩ দিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

শীতর্তদের মাঝে কম্বল বিতরণ করেন হাজীগঞ্জ পৌর মেয়র, ছবি: বার্তা২৪.কম

শীতর্তদের মাঝে কম্বল বিতরণ করেন হাজীগঞ্জ পৌর মেয়র, ছবি: বার্তা২৪.কম

পৌষ মাসের শুরুতে কাঁপছে সারাদেশে। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে ঠান্ডা। শীতের তীব্রতায় চাঁদপুরে নেমে এসেছে স্থবিরতা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

চাঁদপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে শীতের তীব্রতা বেড়েছে। এ জেলায় শীতের তীব্রতা থাকবে আরও তিনদিন।

বিজ্ঞাপন

সকালে জেলার হাজীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, সকালে তেমন একটা খোলা দেখা যায়নি ব্যবসায়ীদের দোকানপাট। ক্রেতাসাধারণেরও উপস্থিতি ছিল কম। অনেক দিনমজুর লোকজন কাজে বের হতে পারেননি।

চাঁদপুর আবহাওয়া অফিস কর্মকর্তা শাহ্ মো. শোয়েব জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চলমান শৈত্যপ্রবাহ আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ‘শীতের তীব্রতা দেখে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।’

এদিকে, তীব্র শীত দেখে সকালে হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব উল-আলম লিপন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি সড়কের দু’পাশে শীতার্ত অসহায় দিনমজুরদের হাতে প্রায় ২০০ কম্বল তুলে দেন।