বেতনভুক্ত ৩০ হাজার রাজাকারের নাম প্রকাশ করবে ঘাতক দালাল নির্মূল কমিটি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির জানিয়েছেন, সরকারি বেতনভুক্ত ৩০ হাজার রাজাকারের নামের তালিকা অবসরপ্রাপ্ত মেজর শামসুল আরেফিনের কাছে সংরক্ষিত রয়েছে। যা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রকাশ করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের স্থানীয় উন্নয়ন সংস্থা ওভার মতিয়ার স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
শাহরিয়ার কবির বলেন, ‘রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিতে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তালিকা প্রণয়নে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকদের সংযুক্ত না করায় এ সমস্যা দেখা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাজাকারদের নাম সম্বলিত স্থাপনা সরিয়ে ফেলা হবে।’
এর আগে লালমনিরহাট শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়জুল ইসলাম প্রমুখ।