আগুনে পুড়েছে দরিদ্র কৃষকের ১০টি ছাগল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে ১০টি ছাগল, ছবি: সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে ১০টি ছাগল, ছবি: সংগৃহীত

আগুনে দগ্ধ হয়ে মারা গেছে দরিদ্র কৃষকের ১০টি ছাগল। এই ঘটনায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মনিরুলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক লাইনের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন বাড়ির মালিক।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি ঘরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের আগেই তা ছড়িয়ে পড়ে ছাগল রাখা ঘরে। এতে দগ্ধ হয়ে মারা যায় ১০টি ছাগল। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা বলে জানায় ভুক্তভোগীরা।

এদিকে আগুনে ছাগল পুড়ে গেলেও বাড়ির অন্যান্য মালামাল আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হন প্রতিবেশীরা। তাদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়।

ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারেরকে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।