রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় পতাকা উত্তোলন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল মনিষ দেওয়ান, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পতাকা উত্তোলন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল মনিষ দেওয়ান, ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে চতুর্থ বারের মতো হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাঙামাটি রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অবসরপ্রাপ্ত কর্নেল মনিষ দেওয়ান।

বিজ্ঞাপন

পরে স্বাধীন বাংলাদেশের পতাকা সর্বপ্রথম রাঙামাটির যে স্থানে উত্তোলন করা হয়েছে সেই স্থানটি যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবিতে মানববন্ধন করে অনলাইন ব্লাড ব্যাংক ‘জীবন’।

এসময় শহীদ আব্দুর শুক্কুর পরিবারের সদস্য আবু শাদাৎ মোহাম্মদ সায়েম, জীবন এর প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ মিকি, চারুশিল্পী মো. ইব্রাহীম, জীবনের সমন্বয়ক মোবারক হোসেন রানা, সহ-সমন্বয়ক তাহমিনা ইয়াসমিনসহ জীবনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত চার বছর ধরে ধারাবাহিকভাবে রাঙামাটি মুক্ত দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করছি৷ ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও রাঙামাটি হানাদার মুক্ত হয় ১৭ ডিসেম্বর। বিজয়ের ৪৮ বছর পরও রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের স্থানটি সংরক্ষণ ও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

তারা আজকের দিনটির স্মরণে স্থানটি সংরক্ষণ করে একটি ফলক স্থাপন করার দাবি জানান।