মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন হোসেন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার খালিশপুর জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। নিহত খোকন ওই উপজেলার গাগুশাহ গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, রাতে কয়েকজন ডাকাত গাছ কেটে ওই সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টহল পুলিশ সেখানে গেলে তারা তাদের লক্ষ্য করে গুলি করেন। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বাকিরা পালাতে পারলেও খোকন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। পরে খোকনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও গাছকাটার করাত জব্দ করা হয় বলেও জানান তিনি।