প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ধর্ষক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াসিন মোল্লা (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর শহরের রথখোলা লঞ্চঘাট জোড়া ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইয়াসিন শহরের ওয়ারলেসপাড়ার মনি মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বেলাল হোসাইন জানান, রোববার দিবাগত রাতে ধর্ষক ইয়াসিন মোল্লাকে আটক করে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াসিন নিহত হয়। এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ফাতেমা নিখোঁজ হয়। এরপর রাতভর মাইকিং করেও মেয়েটির খোঁজ মেলেনি। শুক্রবার (১৩ ডিসেম্বর) তার মরদেহ পাওয়া যায় ফরিদপুর শহরের টেলিগ্রাম অফিস চত্ত্বরে। পরে সিসিটিভি ফুটেজে থেকে দেখা যায় ফাতেমাকে রাজেন্দ্র কলেজের মেলার মাঠ থেকে নিয়ে যাচ্ছে ইয়াসিন নামের এই যুবক।