জাপা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত

জেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিগার রানী সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা জাতীয় পার্টি।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে তিলে তিলে গড়ে তোলা সুসংগঠিত উপজেলা জাতীয় পার্টিতে বিভেদ সৃষ্টি করছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা। তৃনমূলের সঙ্গে সমন্বয় না করে মনগড়া পকেট কমিটি তৈরি করে তা অনুমোদনের জন্য চেয়ারম্যানের নিকট তুলে ধরেন। যা গঠনতন্ত্র বিরোধী হওয়ায় উপজেলা জাতীয় পার্টির সকল ইউনিটের নেতাকর্মীরা জরুরি বৈঠকে নিগার রানী সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

লিখিত বক্তব্যে বলেন, নিজের ব্যক্তি সিদ্ধান্তকে বাস্তবায়ন করে অপূরণীয় ক্ষতির অপচেষ্টা চালাচ্ছেন নিগার। এমনকি তিনি আদিতমারী উপজেলার তৃনমূলের নেতাকর্মীকে অবমূল্যায়ন করেছেন। টানা সাত বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জাপা নেতা মজিবর রহমানের লাঙ্গল প্রিয় এ উপজেলার মানুষকে বিভ্রান্ত করতে গঠনতন্ত্র বিরোধী কাজ করছেন তিনি। যার কারণে দলীয় নেতাকর্মীরা নিগার সুলতানাকে উপজেলা জাতীয় পার্টি থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন সরকার, পলাশী ইউপি সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য আলী আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক সেলিম মির্জা, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আশরাফুল ইসলামসহ উপজেলার ৮টি ইউনিয়নের জাতীয় পার্টি ও তার সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।