ঝিনাইদহে বিএনপির মিছিলে পুলিশের বাধা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি দলটির নেতাকর্মীরা। ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি দলটির নেতাকর্মীরা। ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি দলটির নেতাকর্মীরা।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ ডিসেম্বর) সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সেখানে দাঁড়িয়েই বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।

বিজ্ঞাপন

সেখান থেকে দলটির কার্যালয়ের ভেতরে সমাবেশ করে তারা। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।