ঝিনাইদহে বাসচাপায় বাবা-ছেলে নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি এলাকায় বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম (৬৫) ও তার কলেজপড়ুয়া ছেলে হাসিবুল ইসলাম (১৮)।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, বিকেলে নিজ এলাকার সস্তার বাজারে একটি কাপড়ের দোকানে হালখাতা উপলক্ষে খেতে যান মহিদুল ইসলাম ও তার ছেলে হাসিবুল ইসলাম। সেখান থেকে খাবার খেয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হয় বাবা-ছেলে।

বিজ্ঞাপন

পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে হাসিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাবা মহিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করে। পরে যশোর নেয়ার পথে মারা যান তিনি।