বন্ধুর জন্মদিনে অ্যালকোহল পান: মৃতের সংখ্যা বেড়ে ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত পাভেলের স্বজনরা। ছবি: বার্তা২৪.কম

মৃত পাভেলের স্বজনরা। ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় বন্ধুর জন্মদিনে অতিরিক্ত অ্যালকোহল পানের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাভেল মারা যান।

বিজ্ঞাপন

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একে একে ৬ যুবককে হাসপাতালে নিয়ে আসে তাদের স্বজনরা। তারা অতিরিক্ত অ্যালকোহল পান করেছিলেন। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ মারা যান, সন্ধ্যা ৬টার দিকে ফাহিম মারা যান এবং রাত পৌনে ৮টার দিকে পাভেল মারা যান।

তিনি আরও জানান, বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া সদর হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন শান্ত, আতিক। এছাড়া সুরুজ নামে এক যুবককে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এই ৬ যুবক কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, দুপুরের দিকে সাজিদের জন্মদিনে বন্ধুরা মিলে অতিরিক্ত অ্যালকোহল পান করেন। পরে বিকেলে একে একে তারা অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: বন্ধুর জন্মদিনে অ্যালকোহল পান, ২ যুবকের মৃত্যু