কেন্দুয়ায় কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

আমন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন। ছবি: বার্তা২৪.কম

আমন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন। ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ আমন ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা ধান, চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।

বিজ্ঞাপন

এ সময় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, ব্যবসায়ী আব্দুল হান্নান ভূঁইয়া, নয়ন গুণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত জানান, ১টি পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকদের কাছ থেকে এ বছর সরাসরি সরকারি মূল্য ১ হাজার ৪০ টাকা দরে প্রতি মণ আমন ধান ক্রয় করা হচ্ছে। তালিকাভুক্ত প্রত্যেক কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। মোট ১ হাজার ৯৭৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলেও জানান তিনি।