ঝিনাইদহে ট্রাকচাপায় নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার গদখালী এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে তুহিন হোসেন (২৭) ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের রওশন আলীর ছেলে আসলাম উদ্দিন (৪৫)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, রাতে একটি ভ্যানযোগে বারোবাজার থেকে যশোরের দিকে যাচ্ছিলেন নিহতরা। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তুহিন হোসেন মারা যান। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত আসলাম উদ্দিনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।