বরগুনায় ধর্ষণের অভিযোগে আইনজীবী কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরগুনার বেতাগীতে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী সেলিম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) ৩টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকায় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হয়। স্বামী বাসায় না থাকায় অভিযুক্ত আইনজীবী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় রাতে বেতাগী থানায় গিয়ে গৃহবধূ ধর্ষণের মামলা করেন।

বেতাগী থানার ওসি কামরুজ্জামান মিয়া বার্তা২৪.কমকে জানান, কাজিরাবাদ গ্রামের এক গৃহবধূ বৃহস্পতিবার রাতে থানায় এসে এডভোকেট সেলিম হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকাল ৩টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন