পীরগাছায় ১১ লাখ টাকাসহ ভুয়া এসআই গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ভুয়া আইডি কার্ড জব্দ করে পুলিশ, ছবি:বার্তা২৪.কম

ভুয়া আইডি কার্ড জব্দ করে পুলিশ, ছবি:বার্তা২৪.কম

গাইবান্ধার পীরগাছায় ১১ লাখ টাকাসহ নজরুল ইসলামকে (২৮) নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার তাম্বুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ভুয়া এসআই নজরুল ইসলাম গাইবান্ধা শহরের ডেভিট কোম্পানীপাড়ার আবুল কাশেমের ছেলে হাফিজুর রহমানসহ তিন যুবককে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় এবং তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় হাফিজুর সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বার্তা২৪.কমকে বলেন, রাতে তাম্বুলপুর এলাকা থেকে এসআই পরিচয়দানকারী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি সৃজনকৃত পুলিশ আইডি কার্ড, দুইকপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি, একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন