বাঙালির হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবে মুক্তিযোদ্ধারা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। ছবি: বার্তা২৪.কম।

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। ছবি: বার্তা২৪.কম।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল আমরা তাদের কখনোই ভুলব না। মুক্তিযোদ্ধারা বাঙালির হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবে।’

বুধবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী গাইবান্ধার ফুলছড়িতে হানাদার মুক্ত দিবসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বর্তমান যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে হানাদার মুক্ত হয় ফুলছড়ি। আর সে সময় হানাদার মুক্ত করতে গিয়ে ৫ বীর মুক্তিযোদ্ধা এবং ২ বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছিলেন। তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির প্রমুখ।