নিখোঁজের ৪ দিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

আলামিন হোসেন। ছবি: সংগৃহীত

আলামিন হোসেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আলামিন হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জের আড়পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আলামিন হোসেন আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আলামিন আড়পাড়া গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মতলেবুর রহমান জানান, আলামিন গত শনিবার বাড়ি থেকে বের হয়ে পাশেই ওয়াজ মাহফিল শুনতে যায়। পরে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।