নির্যাতনমুক্ত সমাজ চেয়ে সাদুল্লাপুরে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

নির্যাতনমুক্ত সমাজ চেয়ে সাদুল্লাপুরে মানববন্ধন

নির্যাতনমুক্ত সমাজ চেয়ে সাদুল্লাপুরে মানববন্ধন

‘নারীর নিরাপত্তা চাই নির্যাতনমুক্ত সমাজ চাই’ এ স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে স্থানীয় জামালপুর ও গয়েশপুর গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করেন জামালপুর ১নং পল্লী সমাজ সংগঠন ও গয়েশপুর ৩নং পল্লী সমাজ সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক মিনারা খাতুন, প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সমাজসেবক আব্দুস ছাত্তার মিয়ার, মিঠু মন্ডল, সমাজকর্মী নূরী বেগম, পল্লী সমাজ সংগঠনের সভা প্রধান হাসিনা বেগম, সেক্রেটারি বেলী বেগম ও ক্যাশিয়ার রুবী বেগম প্রমুখ।

বক্তরা নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

বিজ্ঞাপন