হাকিমপুরে পেট্রোল পাম্প বন্ধ, দুর্ভোগ চরমে

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

হাকিমপুরে পেট্রোল পাম্প বন্ধ, দুর্ভোগ চরমে, ছবি: বার্তা২৪.কম

হাকিমপুরে পেট্রোল পাম্প বন্ধ, দুর্ভোগ চরমে, ছবি: বার্তা২৪.কম

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পেট্রোল পাম্প বন্ধে বিপাকে পড়েছে মোটরসাইকেলসহ যানবাহন চালকরা।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

রোববার সকাল থেকে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। এতে করে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চালকরা তেল না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন। অনেকের চলাচল বন্ধ হয়ে গেছে, তারা গন্তব্যে পৌঁছতে পারছেন না।

আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জ্বালানি ব্যবসায়ীদের যৌক্তিক অমীমাংসিত দাবি নিয়ে সংশ্লিষ্টরা তাল বাহানা করছেন। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের অভিযোগ, ফিলিং স্টেশন তথা জ্বালানি ব্যবসায়ীদের ওপর বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের বিধান অযথা চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো মেনে নিয়ে জ্বালানি ব্যবসা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।