মাদক সেবনের দায়ে ২ ভাইয়ের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করার সময় মাদকসেবী দুই ভাইকে আটক করেছে পুলিশ। এসময় দুজনকে অর্থদণ্ডসহ ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন, হযরত আলী(৩৫) ও শাহীন(২৮)। এরা শহরের সাপটানা বাহাদুরমোর এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানান, শহরের সাপটানা বাহাদুর মোড় এলাকায় গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকের আসর বসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. আশরাফুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালায়। পরে মাদক সেবন অবস্থায় দুই ভাইকে আটক করে বাড়িতে তল্লাশি করলে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে দুপুরে ভ্রমমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল অর্থদণ্ডসহ ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবী দুই ভাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।