নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি, ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি, ছবি: বার্তা২৪.কম

নওগাঁয় ১৯ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্কফোর্স। শনিবার (৩০ নভেম্বর) ভোরে জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, বিজিবি, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. আব্দুল মান্নানের বাড়ির পার্শ্বে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯.২৪০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ১৯ লক্ষ ২৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মূর্তিটি দেশের বাহিরে পাচার হচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। অভিযান পরিচালনাকালে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়।