বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা, কনের পিতার কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া পিতা, ছবি: সংগৃহীত

আটক হওয়া পিতা, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ নভেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

বিজ্ঞাপন

তিনি জানান, উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের ৭ম শ্রেণির ছাত্রী তৃশার (১৩) বিয়ের আয়োজন করেন তার পিতা খায়রুল হোসেন। কনের বয়স কম হওয়া নিয়ে কয়েকবার সতর্ক করা হয় তাকে। এমনকি পুলিশ তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের জন্য অনুরোধ করেন। পুলিশকে কথা দিলেও গোপনে সব আয়োজন চালিয়ে যেতে থাকেন তিনি।

বিয়ের আয়োজনের খবর পেয়ে রাতেই তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন ইউএনও। এ সময় কনের পিতা খাইরুল হোসেনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন