মিরপুরে বাসচাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া যায়। তার নাম হামিদুল ইসলাম (৫৫)। সে মিরপুর উপজেলার ওয়াবদা এলাকার বাসিন্দা। এ ঘটনায় বাসটি আটক হলেও চালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।