ফিলিং স্টেশনের ম্যানেজারের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

কারাদণ্ড হাবিবুর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কারাদণ্ড হাবিবুর রহমান। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের তেল কম দেয়ার অপরাধে ম্যানেজার হাবিবুর রহমানকে (৬০) ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেয়া হচ্ছে এমন খবরে গত ৭ এপ্রিল সেখানে অভিযান চালায় খুলনার বিএসটিআইয়ের একটি টিম। এ সময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মি.লি. তেল কম দেয়ার প্রমাণ পায়। পরে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজার হাবিবুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।