গাইবান্ধায় যুবকের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

আশিক মিয়ার মরদেহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আশিক মিয়ার মরদেহ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি নদী থেকে আশিক মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নীলকুঠি এলাকার নদী থেকে আশিক মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আশিক সাঘাটা উপজেলার উত্তর উল্যা গ্রামের খাজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই নদীর কিনারে আশিকের ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের বাবা খাজা মিয়া জানান, বুধবার বিকেলের দিকে আশিক মিয়া নিখোঁজ হয়।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।