কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন বৃহস্পতিবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মেলনকে ঘিরে সাজানো হয়েছে কুষ্টিয়া শহর, ছবি: বার্তা২৪.কম

সম্মেলনকে ঘিরে সাজানো হয়েছে কুষ্টিয়া শহর, ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। কুষ্টিয়ার ইসলামীয়া কলেজ মাঠে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সম্মেলন থেকে স্বচ্ছ, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব উঠে আসবে এমনটাই আশা তৃণমূলের কর্মীদের।

সম্মেলনকে সামনে রেখে সাজানো হয়েছে কেন্দ্র ও এর আশপাশের এলাকা। এছাড়াও পুরো শহরজুড়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসহ তোরণ, ব্যানার, ফেস্টুন।

বিজ্ঞাপন

এর আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ২৫ নভেম্বর। সেই সম্মেলনে সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা কমিটি গঠন করা হয়।