জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ওসি তদন্ত সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি জানান, বিকেলে মহিত নিজ বাড়িতে খেলা করছিলো। এ সময় দরজার উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ছেঁড়া তারের সাথে অসাবধানতাবশত মহিতের হাত লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। মহিতকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহিত সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন