গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম. গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার সাবগাছি হাতিয়াদহ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১৫০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃতরা হলো- ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে তারাজুল ইসলাম (৩৮) ও নাকাই গ্রামের মৃত তজমল হোসেনের ছেলে মানিক জাফর (৩৫)। এর মধ্যে তারাজুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তারাজুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা বিচারধীন রয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

বিজ্ঞাপন