জাতীয় পতাকার রঙে সেজেছে বিদ্যালয়টি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গারামারা (ঘুগা) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সেজেছে জাতীয় পতাকার লাল সবুজ রঙে। কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি প্রকৃত ভালোবাসা জাগাতেই এভাবে বিদ্যালয় ভবন রঙ করা হয়েছে।
বিদ্যালয়ের ভবনের বাইরের এবং ভেতরের চিত্র দেখলে মনে হয় এটি যেন একটি আদর্শলিপি বই। ভবনের দেয়ালে দেয়ালে বর্ণমালা, বিভিন্ন মনীষীর উক্তি, রংধনুর সাত রঙ ও প্রকৃতির প্রতিচ্ছবি আঁকা হয়েছে।
১৯৬৪ সালে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। যাত্রার পর থেকে বিদ্যালয়টি জ্ঞানের আলোয় আলোকিত করছে কোমলমতি শিশু-শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম মতিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গেল বন্যায় এ বিদ্যালয় ভবনটিতে বন্যার পানি প্রবেশ করার পর পুরোনো রঙ নষ্ট হয়ে যাওয়ায় সম্প্রতি নতুন করে রঙ করা হয়। এ সময়ে জাতীয় পতাকার আদলে সাজানো হয় বিদ্যালয় ভবনটি।
গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (টিও) মামুনুর রশীদ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, শৈশবে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বীজ বপন করতেই এ প্রয়াস নেওয়া হয়েছে।