পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে নেওয়ার পর হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে নেওয়ার পর হাসানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজ গেটের সামনে বাসের ধাক্কায় হাসান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা সোহরাওয়ার্দী (২৩)।

সোমবার (২৫ নভেম্বর) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হাসান পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকার সাইদুর রহমানের ছেলে। আহত সোহরাওয়ার্দী একই উপজেলার কাজলদীঘি এলাকার চান মিয়া বাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসান ও সোহরাওয়ার্দী মোটরসাইকেল নিয়ে ভজনপুর ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তেঁতুলিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহরাওয়ার্দীর অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।