চাঁদার দাবিতে রাঙামাটিতে ১০ জনকে কুপিয়ে জখম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে ১০ জনকে কুপিয়ে জখম

রাঙামাটিতে ১০ জনকে কুপিয়ে জখম

রাঙামাটির কাপ্তাইয়ে অর্ধকোটি টাকা চাঁদার দাবিতে ধারালো অস্ত্র দিয়ে ১০ জনকে কুপিয়ে জখম করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের হাফছড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে। আহতদের মধ্যে রাজু, দবির, জাবেদ, সাহেদ, রেদোয়ান, কবীর, সাইফুল এর নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও শান্তিবাহিনীর উপজাতীয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছিলো।

আহতরা জানিয়েছে, এডিবি’র অর্থায়নে রাঙামাটির ঠিকাদার ফারুকের মাধ্যমে বাস্তবায়নাধীন রাস্তা ও ব্রিজের কাজ থেকে অর্ধকোটি টাকা চাঁদা দাবি করে আসছে জেএসএস নামধারী একদল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী। এর আগেও উক্ত কাজে নিয়োজিত শ্রমিকদেরকে দুই দফায় মারধর করেছিলো একই সন্ত্রাসীরা। এনিয়ে তৃতীয় দফায় হামলা চালিয়েছে জেএসএস নামধারী অস্ত্রধারীরা। উক্ত কাজ বাস্তবায়নকারীরা জানিয়েছেন, উক্ত সন্ত্রাসীদের এর আগেও ২০ লাখ টাকা চাঁদা দেওয়া হয়েছিলো।