ইবতেদায়ি পরীক্ষা: ভাড়া করে আনা ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা চলাকালীন ১০ জন ভাড়া করে আনা শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভবানীপুর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। এর মধ্যে ১০ শিক্ষার্থীকে ভাড়ায় আনা হয়েছে। যারা ওই মাদরাসার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে ওই ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে বহিষ্কার করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে অভিযুক্ত মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।