লালমনিরহাটে আইনজীবী নিখোঁজ, থানায় জিডি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

নিখোঁজ আইনজীবী হাফিজুর রহমান হাফিজ, ছবি: সংগৃৃহীত

নিখোঁজ আইনজীবী হাফিজুর রহমান হাফিজ, ছবি: সংগৃৃহীত

আদালত থেকে নিখোঁজ হয়েছেন লালমনিরহাট জজ আদালতের সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান হাফিজ (৫০)। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে আইনজীবীর পরিবার।

বুধবার (২০ নভেম্বর) সকালে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিখোঁজ আইনজীবী হাফিজের স্ত্রী শিরিনাজ পারভীন বলেন, 'সকালের নাস্তা করে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বাসা থেকে আদালতে যান। দুপুরের দিকে মোবাইল ফোনে চেষ্টা করলেও সেটি বন্ধ দেখায়। পরে সন্ধ্যায়ও আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনসহ বন্ধুদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে উপায় না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় একটি জিডি করেছি।'

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'নিখোঁজ আইনজীবী হাফিজুর রহমান হাফিজের ছেলে সাদমান সাকিব স্নিগ্ধ সদর থানায় জিডি করেছেন। জিডি করার পর থেকেই আইনজীবীকে উদ্ধারে কাজ করছে পুলিশ।'