‘সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে’

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ

রহস্যজনক কারণে মাস খানেক ধরে পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়েছে। এ নিয়ে ভোক্তাদের মধ্যে চরম অস্থিরতা বিরাজসহ ক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে। পেঁয়াজের এই অস্বাভাবিক দামের পেছনে একটি বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে বলে জানিয়েছে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।

পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ইস্যুতে সোমবার (১৮ নভেম্বর) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে না পারায় আমরা সরকারের ব্যর্থতার নিন্দা জানাচ্ছি।

এ সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, গোবিন্দগঞ্জের সাবেক এমপি শামীম কায়সার লিংকন, সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সদর থানা বিএনপির আহবায়ক খন্দকার ওমর ফারুক সেলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রাশেদুজ্জামান লিটন, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুল হাই, জেলা জাসাসের মাধুবী রাণী সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।

বিজ্ঞাপন